১৮৮৫ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় অর্থাৎ ১৮৮৫ সালে শহরের দক্ষিণাঞ্চলে বর্তমান আদর্শ বালিকা বিদ্যালয়ের পাশে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হলেও ১৯০৫ সালে পৌরসভার নিজস্ব জায়গায় বর্তমান স্থানে এটি স্থানান্তরিত হয়। বিদ্যালয়টি নারায়ণগঞ্জ শহরের মধ্যে সবচেয়ে প্রচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এ দীর্ঘ সময়ে বহু ছাত্র এ বিদ্যালয় থেকে বেরিয়ে দেশ ও বিদেশে যথাযোগ্য স্থান করে নিয়েছেন। ২০১০ সালে বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উৎসব উদ্যাপিত হয়ে গেছে। বর্তমানে বিদ্যালয়েটিতে কলেজ শাখা চালু করা হয়েছে।
১৮৮৫ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় অর্থাৎ ১৮৮৫ সালে শহরের দক্ষিণাঞ্চলে বর্তমান আদর্শ বালিকা বিদ্যালয়ের পাশে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হলেও ১৯০৫ সালে পৌরসভার নিজস্ব জায়গায় বর্তমান স্থানে এটি স্থানান্তরিত হয়। বিদ্যালয়টি নারায়ণগঞ্জ শহরের মধ্যে সবচেয়ে প্রচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। এ দীর্ঘ সময়ে বহু ছাত্র এ বিদ্যালয় থেকে বেরিয়ে দেশ ও বিদেশে যথাযোগ্য স্থান করে নিয়েছেন। ২০১০ সালে বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উৎসব উদ্যাপিত হয়ে গেছে। বর্তমানে বিদ্যালয়েটিতে কলেজ শাখা চালু করা হয়েছে।
ক্রঃ নং | নাম ও পরিচয় | পদবী | ফোন নম্বর | কমিটি গঠনের তারিখ | কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ |
১। | জনাব কাসেম জামাল | সভাপতি | ০১৯১৩৫৩৫৪৪৪ | ০২/০১/২০১২ | ১৯/১১/২০১৩ |
২। | জনাব মীর হারুন-অর-রশীদ | শিক্ষক প্রতিনিধি | ০১৯৩৬৭৩৪৩৫১ | ,, | ,, |
৩। | জনাব বিষ্ণুপদ ভট্টাচার্য্য | শিক্ষক প্রতিনিধি | ০১৭২৮৯৬৭৩১৪ | ,, | ,, |
৪। | জনাবা হামিদা বেগম | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি | ০১৭১৫৮৮৮৪৩৭ | ,, | ,, |
৫। | জনাব নবী হোসেন | অভিভাবক সদস্য | ০১৮১৯২২৮৬০৭ | ,, | ,, |
৬। | জনাব মোঃ আব্দুল হান্নান | অভিভাবক সদস্য | ০১৭১১৫৬১১৪৭ | ,, | ,, |
৭। | জনাব সমীর কর | অভিভাবক সদস্য | ০১৯২৯৬২৪৯৫৮ | ,, | ,, |
৮। | শূণ্য | অভিভাবক সদস্য | .............. | ,, | ,, |
৯। | শূণ্য | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য | .............. | ,, | ,, |
১০। | শূণ্য | প্রতিষ্ঠাতা সদস্য | .............. | ,, | ,, |
১১। | আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন মনা | দাতা সদস্য | ০১৮১৯১২৬০৬৭ | ,, | ,, |
১২। | জনাব আব্দুস সালাম | কো-অপ্ট সদস্য | ০১৫৫২৩২৯৪২২ | ,, | ,, |
১৩। | অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) | সদস্য সচিব | ০১৭২৬২৫৫৬৯৯ | ,, | ,, |
পরীক্ষার নামঃ জে এস সি
সন মোট পরীক্ষার্থী মোট কৃতকার্য মোট অকৃতকার্য পাশের হার
২০১০ ১৭৬ ১৪৬ ৩০ ৮২% ২০১১ ১৮৯ ১৭৮ ১১ ৯৪%
২০১২ ১৮৯ ১৮৮ ০১ ৯৯.৪৭%
পরীক্ষার নামঃ এস এস সি
সন মোট পরীক্ষার্থী মোট কৃতকার্য মোট অকৃতকার্য পাশের হার
২০০৯ ১২৩ ১০১ ২২ ৮২.১১%
২০১০ ১২৮ ১১৬ ১২ ৯০.৬৩ %
২০১১ ১৫৯ ১৪৭ ১২ ৯২.৪৫%
২০১২ ১৩৫ ১২৮ ০৭ ৯৪.৩৯%
২০১৩ ১৪৮ ১৪৬ ০২ ৯৮.৪৫%
(ক) নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ক্রীড়া ক্ষেত্রে অর্জিত বিভিন্ন সাফল্য নিম্নে দেওয়া হলঃ
d২০১১ ইং সনে ৪০তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে নারায়ণগঞ্জ জেলায়
চ্যাম্পিয়ন উপঅঞ্চলে চ্যাম্পিয়ন এবং অঞ্চলে রানার্স আপ হওয়ার গৌরভ অর্জন করে।
d২০১১ ইং সনে ৪০তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বাস্কেটবল খেলায় নারায়ণগঞ্জ
জেলায় চ্যাম্পিয়ন।
d২০১২ ইং সনে ৪১তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বাস্কেটল খেলায় নারায়ণগঞ্জ
জেলায় চ্যাম্পিয়ন।
d২০১৩ ইং সনে ৪২তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় টেবিল টেনিস খেলায় জেলা
চ্যাম্পিয়ন ও উপ-অঞ্চলে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
d২০১৩ সনের অনুবর্ধ-১২ ক্রিকেট কার্নিভার্স নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ক্রিকেট দল রানার্স আপ হয়।
dবিশেষভাবে উল্লেখ্য যে, ২০১৩ ইং সনের ফেব্রুয়ারি (১৩---২১ তারিখ পর্যন্ত) মাসে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড
কলেজের ফুটবল দল অনুবর্ধ-১৪ বৎসর ভারতের পশ্চিমবঙ্গের রাজপুর জুনিয়র ফুটবল কোচিং স্কুলের আমন্ত্রণে
০৫টি প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করে এবং ০৩টি ম্যাচে জয় লাভ করে এবং ০১টি ম্যাচে ড্র করে এবং ০১টিতে
পরাজিত হয়।
d২০১১ ইং সনে জেলা পর্যায়ে স্কাউট জাম্বরীতে অংশগ্রহণ।
dউপজেলা পর্যায়ে ক্যাম্পপুরী ও উপজেলা স্কাউট সমাবেশে অংশগ্রহণ করে।
dস্বাধীনতা ও বিজয় দিবসে অংশগ্রহণ করে ২০১০ ইং সনে ২য় স্থান, ২০১১ ইং সনে ৩য় স্থান অধিকার করে এবং
২০১৩ ইং সনে ৩য় স্থান অধিকার করে।
বর্তমান বিদ্যালয় পরিচালনা পর্যদ অত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য সর্বদাই সচেষ্ট। ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটিতে কলেজ শাখা খোলা হয়েছে। সেই লক্ষ্যে ২০১২ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়েছে। ভর্তি মানবিক ও বিজ্ঞান শাখায় ছাত্র-ছাত্রী ভর্তি করার পরিকল্পনা আছে।
ফোন নম্বর | মোবাইল নম্বর | ইমেল নম্বর |
৭৬৩৫১৩৩ | ০১৭২৬-২৫৫৬৯৯ | narayanganjhighschool@ gmail.com |
পরীক্ষার নামঃ জুনিয়র বৃত্তি (জে এস সি)
ক্রঃ নং | নাম | শ্রেণী | সন |
১। | হাসিবুল হক | ৯ম, শাখা-ক, রোল নং-০২ | ২০০৭ |
২। | কেহ বৃত্তি পাই নাই | .............. | ২০০৮ |
৪। | কেহ বৃত্তি পাই নাই | .............. | ২০০৯ |
৪। | অভি চন্দ | ১০ম, শাখা-ক, রোল নং-০১ | ২০১০ |
৫। | শুভ রঞ্জন ভৌমিক | ১০ম, শাখা-ক, রোল নং-০২ | ২০১০ |
৬। | রিদওয়ান আহমেদ | ১০ম, শাখা-ক, রোল নং-০৩ | ২০১০ |
৭। | অন্তু দে | ১০ম, শাখা-ক, রোল নং-০৪ | ২০১০ |
৮। | পার্থ প্রতিম সাহা | ৯ম, শাখা-ক, রোল নং-০১ | ২০১২ |
৯। | সেলিম আহমেদ শাকিব | ৯ম, শাখা-ক, রোল নং-০২ | ২০১২ |
পরীক্ষার নামঃ এস এস সি
ক্রঃ নং | নাম | শ্রেণী | সন |
১। | সুমিত কুমার সাহা | রোল নং-১২৩৭৮০, বিজ্ঞান শাখা | ২০১০ |
২। | প্রীয়ম কুমার সাহা | রোল নং-১২৩৭৯২, বিজ্ঞান শাখা | ২০১০ |
৩। | হাসিবুল হক | রোল নং-১২৩৭৮১, বিজ্ঞান শাখা | ২০১০ |
৪। | সাদিকুল আমিন ইবনে আজাদ | রোল নং-১২৩৭৯৩, বিজ্ঞান শাখা | ২০১০ |
৫। | তালহা জোবায়ের | রোল নং-২১১৯০৪, মানবিক শাখা | ২০১০ |
৬। | মোঃ মোফাজ্জল হোসেন অঙ্কুর | রোল নং-২১১৯০৩, মানবিক শাখা | ২০১০ |
৭। | মোঃ নাইমুর রহমান | রোল নং-৪৪৬৮৩৪, ব্যবসায় শিক্ষা শাখা | ২০১০ |
৮। | বাপ্পি সাহা | রোল নং-১২৪০৬১, বিজ্ঞান শাখা | ২০১১ |
৯। | প্রান্ত রায় | রোল নং-১২৪০৬৩, বিজ্ঞান শাখা | ২০১১ |
১০। | আসাদুল হক সাবিবর | রোল নং-৯০০৩১১, বিজ্ঞান শাখা | ২০১১ |
১১। | অমর কৃষ্ণ পোদ্দার | রোল নং-৪৪৫৬৩০, ব্যবসায় শিক্ষা শাখা | ২০১১ |
১২। | গোবিন্দ চন্দ্র সাহা | রোল নং-৪৪৫৭০৯, ব্যবসায় শিক্ষা শাখা | ২০১১ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস