কলেজটি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অমত্মর্গত সানারপাড় এলাকায় অবস্থিত। সানারপাড় বাস স্টান্ড থেকে উত্তর-পূর্ব দিকে, যার দূরত্ব প্রায় এক কিলোমিটার। কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় সহশিক্ষা কার্যক্রম বিদ্যমান রয়েছে।
প্রতিষ্ঠাতার নামঃ আলহাজ্ব রওশন আরা বেগম
একবিংশ শতাব্দীর সূচনালগ্নে জ্ঞান-বিজ্ঞানের এই চলমান স্রোত ধারায় উন্নত জাতি হিসেবে বিশ্ব আসনে সমাসীন হবার প্রধান অবলম্বন হল সু-শিÿÿত মানব সম্পদ। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানায় কোন স্বতন্ত্র বেসরকারি কলেজ না থাকায় অত্র এলাকার শিক্ষার্থীদের পক্ষে দূর-দূরামেত্ম গিয়ে উচ্চ শিÿালাভ করা কষ্টসাধ্য ছিল। বিশেষ করে মেয়েদের সমস্যা আরো প্রকট। এই বিষয়টি মাথায় রেখে অত্র এলাকায় উন্নত মানব সম্পদ গড়ার লক্ষ্যে উচ্চ শিÿার আলো সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দেবার নিমিত্ত মহীয়সী নারী বেগম রোকেয়া ও নবাব ফয়জুন্নেছার যোগ্য উত্তরসূরী বিশিষ্ঠ সমাজ সেবিকা ও দানবীর জনাব আলহাজ্ব রওশন আরা বেগমের বদান্যতায় ও অত্র এলাকার সম্মানিত সুধী জনের সার্বিক সহযোগিতায় ১৯৯৭ খ্রিস্টাব্দের ২১ মে জন্ম হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠার জন্মলগ্ন হতে জ্ঞান বিতরণের মহৎ কাজটি অদম্য নিষ্ঠা ও আমত্মরিকতার সাথে পালন করে চলেছে এ কলেজটি। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলায় ফলাফলের দিক থেকে অন্যতম শীর্ষস্থান অধিকার করে সবার দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে।
ক্রমিক নং | নাম ও পরিচয় | পদবী | ফোন নম্বর | কমিটি গঠনের তারিখ | কমিটির মেয়াদ উত্তীর্নের তারিখ |
০১ | জনাব আবদুলস্নাহু-আল-কায়সার সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-০৩
| সভাপতি | ০১৭১১৫৯১৭৮০ | ০৪/০৭/১২ | ২৮/০৭/১৪ |
০২ | আলহাজ্ব রওশন আরা বেগম প্রতিষ্ঠাতা | প্রতিষ্ঠাতা | ০১৭১৩০০১৫৯৩ | ০৪/০৭/১২ | ২৮/০৭/১৪ |
০৩ | জনাব মোঃ সোনা মিয়া | অভিভাবক সদস্য | ০১৮১৭৫৬৪৪৩৪ | ০৪/০৭/১২ | ২৮/০৭/১৪ |
০৪. | জনাব মাহবুবুর রহমান | ঐ | ০১৮১৯৯৬৪৩৩৫ | ০৪/০৭/১২ | ২৮/০৭/১৪ |
০৫ | জনাব মোক্তার হোসেন | ঐ |
| ০৪/০৭/১২ | ২৮/০৭/১৪ |
০৬ | জনাব শওকত আলী | ঐ | ০১৯৩০৫৬৬১৭২ | ০৪/০৭/১২ | ২৮/০৭/১৪ |
০৭ | জনাব আলহাজ্জ নূর হোসেন | দাত সদস্য | ০১৭২৬৬২২৬১১ | ০৪/০৭/১২ | ২৮/০৭/১৪ |
০৮ | জনাব গোলাম মোসত্মফা | শিÿক প্রতিনিধি | ০১৭১২৯৮০৭১৪ | ০৪/০৭/১২ | ২৮/০৭/১৪ |
০৯ | সৈয়দ মাজহারম্নল হক সোহাগ | শিÿক প্রতিনিধি | ০১৯১৭৩৭০৫৫১ | ০৪/০৭/১২ | ২৮/০৭/১৪ |
১০ | নাসরিন সুলতানা | শিÿক প্রতিনিধি | ০১৮১৯৪৫৭৬৭৯ | ০৪/০৭/১২ | ২৮/০৭/১৪ |
১১ | আলহাজ্ব এ.বি.এম. আতাউর রহমান | শিÿানুরাগী |
| ০৪/০৭/১২ | ২৮/০৭/১৪ |
১২ | অধ্যক্ষ | সদস্য সচিব | ০১৭২৬২৯৩১৪০ | ০৪/০৭/১২ | ২৮/০৭/১৪ |
ক) এইচ. এস. সিঃ
পাশের বছর | মোট পরীÿার্থীর সংখ্যা | মোট পাশের সংখ্যা | পাশের হার |
২০০৭ | ১০৫ | ৮৭ | ৮২.৮৬% |
২০০৮ | ১১৭ | ৯৯ | ৮৪.৬২% |
২০০৯ | ১৩৪ | ১২৫ | ৯৩.২৮% |
২০১০ | ১৭৭ | ১৫৮ | ৮৯.২৭% |
২০১১ | ১৬৭ | ১৫৬ | ৯৩.৪১% |
২০১২ | ১৭৫ | ১৫৮ | ৯০.২৮% |
২০১৩ | ২৪৭ | ২৩০ | ৯৩.২১% |
বিগত ০২ (দুই) বৎসরের মেধা বৃত্তি সংক্রামত্ম তথ্যঃ
ক্র: নং | নাম | শ্রেণি | সন |
০১ | সিফাত আরা নূর | এইচ. এস. সি | ২০১১ |
০২ | তানজিয়া সুমাইয়া | এইচ.এস.সি | ২০১২ |
০৩ | জোয়াইরিয়াহ বিনতে জামিল | এইচ.এস.সি | ২০১২ |
কলেজটি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন একমাত্র বেসরকারি উচ্চ মাধ্যমিক সত্মরের স্বতন্ত্র কলেজ। কলেজটিতে অতিসত্ত্বর ডিগ্রি ও অনার্স কোর্স চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই তথ্য প্রযুক্তির যুগে বিশ্বায়নের সঙ্গে সংগতি রÿার জন্য সু-প্রশসত্ম কম্পিউটার ল্যাব সহ ইন্টারনেট সংযোগ চালু রয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তির অধিকতর সমৃদ্ধির জন্য আরো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠানের অবস্থান- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, থানাঃ সিদ্ধিরগঞ্জ ওয়ার্ড নং-০৩
যোগাযোগঃ
ফোন | মোবাইল নম্বর | ইমেল নম্বর |
৭৫০১১১৬ | ০১৭২৬-২৯৩১৪০ | sanarparcollege@yahoo.com |
১০.বিগত ০২ (দুই) বৎসরের মেধা বৃত্তি সংক্রামত্ম তথ্যঃ
ক্র: নং | নাম | শ্রেণি | সন |
০১ | সিফাত আরা নূর | এইচ. এস. সি | ২০১১ |
০২ | তানজিয়া সুমাইয়া | এইচ.এস.সি | ২০১২ |
০৩ | জোয়াইরিয়াহ বিনতে জামিল | এইচ.এস.সি | ২০১২ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস