নারায়ণগঞ্জে নারী শিক্ষার ও নারীকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ক্ষেত্রে মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের অবদান বিশাল। পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, শরীর চর্চা, খেলাধুলা, সাহিত্য সংস্কৃতি চর্চা, কম্পিউটার প্রশিক্ষণ, গাইড ক্যাম্প, নানা প্রতিযোগীতার আয়োজন , বসন্ত বরণ, অমর শহীদ দিবস, ঈদ-এ মিলাদুন্নবী(সঃ) ও বার্ষিক মিলাদ মাহফিল, স্বরস্বতী পূজা, ( থানা, জেলা, বিভাগ জাতীয় বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে এ বিদ্যালয়ের ছাত্রীরা কতিৃত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম অটুট রাখে)। এই বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও বলিষ্ঠ কার্যনির্বাহী পরিষদের পরিচালনায় সুস্থ ও সুন্দর পরিবেশে ছাত্রীরা লেখা পড়া করছে।
মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। ১৯১০ সালে নারায়ণগঞ্জ পৌরসভার তৎকালীন পৌর প্রশাসক মিঃ মর্গ্যান এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
বিশিষ্ট ও গুনী ব্যক্তিবর্গের পরিচালনায় বিদ্যালয়টি এ পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এই গুনী ব্যক্তিদের মধ্যে জ্ঞান তাপস অধ্যক্ষ খগেন্দ্র নাথ চক্রবর্তী, জননেতা ও গণ পরিষদ সদস্য জনাব এ,কে,এম শামসুজ্জোহা, পৌর পিতা ও জননেতা জনাব আলী আহম্মদ চুনকা সাহেবের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
এ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করেছেন অনেক আলোকিত মানুষ। তারা হলেন- ভাষা সৈনিক মিসেস মমতাজ বেগম, সাদেকা বেগম, ডাঃ সাফিয়া খাতুন, ফজিলাতনুনেসা, আফতাব আরা বেগম প্রমুখ। বর্তমানে এই বিদ্যালয়ের স্বনামধন্য ছাত্রীরা আজ বিভিন্ন ক্ষেত্রে স্ব -স্ব মহীমায় প্রতিষ্ঠিত। এই স্কুলের সুযোগ্য ছাত্রী বর্তমান সরকারের মাননীয় কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাবেক সংসদ সদস্য বেগম শামসুন নাহার খাজা আহসান উল্লাহ, বর্তমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, সরকারী তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিরিন বেগম, বিশিষ্ট গাইনী চিকিৎসক কামরুন নাহার সহ আরো অনেক অনেক খ্যাতিমান মহীয়সী এই বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
তথ্যঃ-১১ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি(মেয়াদ ২১/০৬/২০১২ ইং থেকে ২০/০৬/২০১৪ ইং) পর্যন্ত।
পরিচালনা কমিটির নামের তালিকাঃ-
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | আলহাজ্ব আনোয়ার হোসেন | সভাপতি |
০২ | জনাব আক্তারুজ্জামান | শিক্ষক প্রতিনিধি |
০৩ | মিসেস দৌলতুন্নেছা | শিক্ষক প্রতিনিধি |
০৪ | মিসেস মেরী হোসেন | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
০৫ | আলহাজ্ব এনায়েত হোসেন বাদল | অভিভাবক সদস্য |
০৬ | আলহাজ্ব এস.এম. আহসান হাবিব | অভিভাবক সদস্য |
০৭ | জনাব মোঃ জানে আলম (জানু) | অভিভাবক সদস্য |
০৮ | জনাব মোঃ হুমায়ুন কবির | অভিভাবক সদস্য |
০৯ | মিসেস সালমা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য |
১০ | জনাব মোঃ মিঠু আহমেদ | শিক্ষানুরাগী সদস্য |
১১ | জনাব মুহম্মদ সাঈদুর রহমান | সদস্য সচিব ও প্রধানশিক্ষক |
ক্রমিক নং | সাল | পাশের সংখ্যা |
০১ | ২০০৯ | ১৪৪ জন |
০২ | ২০১০ | ১৪১ জন |
০৩ | ২০১১ | ১৩৫ জন |
০৪ | ২০১২ | ১৫৯ জন |
ক্রমিক নং | বৃত্তির নাম | ছাত্রী সংখ্যা |
০১ | জুনিয়র বৃত্তি | ০৬ জন |
০২ | প্রাইমারী বৃত্তি | ০১ জন |
*অর্জনঃ- (ক) ১৯৮২ সালে এই বিদ্যালয় জাতীয় পর্যায়ে ভলিবল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
(খ) ১৯৮৪ সালে জাতীয় পর্যায়ে ভলিবল খেলায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
(গ) ১৯৯৯ সাল থেকে ব্যাডমিন্টন একক ও দ্বৈত খেলায় ২০০৫ পর্যন্ত একটানা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
(ঘ) ২০০৫ সালে থানা পর্যায়ে ভলিবল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
(ঙ) ২০০৭-২০০৮ সালে পুনরায় ব্যাডমিন্টন একক ও দ্বৈত প্রতিযোগীতায় জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়াও প্রতিবছর জাতীয় দিবস ১৬ই ডিসেম্বর ও ২৬শে মার্চে ডিসপ্লেতে ২টি বিভাগে ১ম ও ২য় হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া থানা, জেলা, বিভাগ জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে এ বিদ্যালয়ের ছাত্রীরা কতিৃত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম অটুট রাখে।
ভবিষ্যতে প্রতি শাখায় ছাত্রী সংখ্যা কমিয়ে ৫০ জন করা হবে। এবং আগামী ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ হইতে কলেজ শাখা খোলা হবে।
*যোগাযোগঃ- ৫৪,ভাষা সৈনিক মমতাজ বেগমসড়ক, নারায়ণগঞ্জ। E-mail: morgan.school@yahoo.com ফোন-৭৬৩১৬৪৬, মোবাইল-০১৭১৬-৩৭৫৪৪৪
২০১৩ ইং সালের এস,এস,সি মেধাবী ছাত্রীবৃন্দ।
ক্রমিক নং | নাম | ফলাফল |
০১ | সাথী সাহা | জিপিএ ৫.০০ |
০২ | এনি সাহা | জিপিএ ৫.০০ |
০৩ | একা সাহা | জিপিএ ৫.০০ |
০৪ | লামিয়া রহমান রিম | জিপিএ ৫.০০ |
০৫ | বর্ষা বিশ্বাস | জিপিএ ৫.০০ |
০৬ | রিয়া ভাওয়াল | জিপিএ ৫.০০ |
০৭ | মিনু সাহা | জিপিএ ৫.০০ |
০৮ | সামিনা সুলতানা | জিপিএ ৫.০০ |
০৯ | মিলা সরকার | জিপিএ ৫.০০ |
১০ | ঐশী দ্ত্ত | জিপিএ ৫.০০ |
১১ | কানিজ ফাতেমা | জিপিএ ৫.০০ |
১২ | জাকিয়া সুতানা | জিপিএ ৫.০০ |
১৩ | সাদিয়া রহমান | জিপিএ ৫.০০ |
১৪ | অনামিকা রায় | জিপিএ ৫.০০ |
১৫ | শারিমা আক্তার | জিপিএ ৫.০০ |
১৬ | আফরোজা আক্তার | জিপিএ ৫.০০ |
১৭ | জান্নাতুল ফেরদৌস | জিপিএ ৫.০০ |
১৮ | নুসরাত জাহান মারিয়া | জিপিএ ৫.০০ |
১৯ | সুইটি দত্ত | জিপিএ ৫.০০ |
২০ | সুস্মিতা সাহা | জিপিএ ৫.০০ |
২১ | ফাইজা তানজীম | জিপিএ ৫.০০ |
২২ | সায়মা ইসলাম | জিপিএ ৫.০০ |
২৩ | ফাহিমা হুসাইন | জিপিএ ৫.০০ |
২৪ | আফিয়া সাহরিয়া | জিপিএ ৫.০০ |
২৫ | প্রিয়াংকা সাহা | জিপিএ ৫.০০ |
২৬ | জান্নাতুল ফেরদৌস | জিপিএ ৫.০০ |
২৭ | প্রিয়াংকা মন্ডল | জিপিএ ৫.০০ |
২০১২ ইং সালের জে,এস,সি মেধাবী ছাত্রীবৃন্দ
ক্রমিক নং | নাম | ফলাফল |
০১ | জয়া সাহা | জিপিএ ৫.০০ |
০২ | কেয়া ভট্রাচার্য | জিপিএ ৫.০০ |
০৩ | সুমাইয়া উর্মি | জিপিএ ৫.০০ |
০৪ | স্বপ্নীল রায় সম্পা | জিপিএ ৫.০০ |
০৫ | সৃষ্টি দেব নাথ | জিপিএ ৫.০০ |
০৬ | তৌয়েবা ইসলাম | জিপিএ ৫.০০ |
০৭ | নুসরাত জাহান | জিপিএ ৫.০০ |
০৮ | রাহী জান্নাতি অনন্যা | জিপিএ ৫.০০ |
০৯ | সানজানা তাজরিন | জিপিএ ৫.০০ |
১০ | শাওলীন আহমেদ | জিপিএ ৫.০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস