৭২ নংইসদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং জাতীয়করণ হয়। এটি ইসদাইর গ্রামে অবস্থিত। বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ১১৩২ জন। শিক্ষক সংখ্যা ১৩ জন। বিদ্যালয় ভবনে ১০ টি শ্রেণীকক্ষ এবং একটি অফিসকক্ষ আছে। বালক বালিকাদের জন্য আলাদা টয়লেট সুবিধা আছে এবং পানীয়জলের সুব্যবস্থা রয়েছে।
বিদ্যালয় ১৯৭৩ সনে তার প্রতিষ্ঠাকালে ৩৩ শতাংশ জমির উপর নির্মিত একটি বিদ্যালয় ভবন এবং ৫ জন শিক্ষক সহ যাত্রা শুরু করে।
বর্তমানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সংখ্যা ১২ জন। সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, উক্ত এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। সহ-সভাপতি পদে রয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য মোহা্ম্মদ আলি আকবর। পরিচালনা কমিটিতে শতকরা ৪২ ভাগ নারী সদস্য রয়েছেন। পরিচালনা কমিটি বিদ্যালয়ের সার্বিক কল্যাণে সক্রিয় সহযোগিতা করে আসছে।
সাল | ৫মশ্রেণীর মোট শিক্ষার্থী সংখ্যা | পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা | পাশের সংখ্যা | বৃত্তি প্রাপ্তির সংখ্যা | মোট | |
ট্যালেন্টপুল | সাধারণ | |||||
২০০৮ | ১৪০ | ১৩৩ | ১৩৩ | ০৩ | ০২ | ০৫ |
২০০৯ | ১৫৩ | ১২৪ | ৮৯ | ০৩ | ০১ | ০২ |
২০১০ | ১৪২ | ১২৪ | ৭১ | - | ০২ | ০২ |
২০১১ | ২০৫ | ১০৫ | ৯৩ | - | ০১ | ০১ |
২০১২ | ১১০ | ১০১ | ৯৯ | ০১ | - | ০১ |
১০০% ভর্তি। বঙ্গবন্ধু গোল্ডকাল প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১০ এ জাতীয় পর্যায়ে রানার আপ।
১০০% পাশ, ৬০% বৃত্তি প্রাপ্তি এবং বিদ্যালয় অবকাঠামো ও সুযোগসুবিধার বৃদ্ধিকরণ।
সড়কপথ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস