বিদ্যালয়টি উপজেলার খুবই নিকটে ঐতিহাসিক গ্রান্ড ট্র্যাংক রোডের পাশে মনোরম পরিবেশে অবস্থিত। ১৯৭০ সালে হাজীগঞ্জ গ্রামের নাম অনুসারে বিদ্যালয়টির নাম রাখা হয় হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়। বিদ্যালয়ে ৪টি ভবন, ১৩ টি কÿ ও ১৩ জন শিÿক কর্মরত আছেন। সামনে একটি খেলার মাঠ আছে। আমাদের বিদ্যালয়টি দেখতে খুবই সুন্দর। রাসত্মার পাশে এক বিরাট কড়াই গাছ আছে। এ গাছটি সারাটি মাঠ জুড়ে আছে। সমাবেশ করার সময় সবাই এ গাছের ছায়ায় দাড়াতে পারে। ছেলেমেয়েরা বিকালে মাঠে নানা প্রকার খেলাধুলা করে। আমরা আশা করি এ বিদ্যালয়টি জুনিয়র হাই স্কুল ও একটি হাই স্কুল রূপে পরিণত হবে এ আশা প্রকাশ করছি। আমরা বিদ্যালয়ের উন্নতি কামনা করি।
আমাদের বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। এক মহান দয়ালু ব্যাক্তি বিদ্যালয়ের জন্য ৩৩ শতাংশ জায়গা দান করেন। তিনি হলেন মহান দাতা জনাব তোয়াজউদ্দিন প্রধান। প্রথমত বিদ্যালয়টি একটি মাদ্রাসা ছিল। কিন্তু এ মাদ্রাসায় তেমন ছাত্র-ছাত্রী ভর্তি হয় না, বলে এলাকার কয়েকজন বিদ্যুৎসাহী লোক ও চেয়ারম্যান ছিলেন ইয়াসিন সাহেব আর একজন লোক ছিলেন সাদেক মিয়া ওনাদের উৎসাহে এ মাদ্রাসাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিণত করা হয়। বর্তমানে অবস্থায় জুনিয়র হাই স্কুল চালানো সম্ভব এবং পরবর্তীতে একটি হাই স্কুল চালানো যাবে আশা করছি।
ক্রমিক নং | নাম | পদ |
০১ | জনাব, মো: ফয়েজ উদ্দিন আহমেদ | সভাপতি |
০২ | জনাব, সৈয়দ আব্দুল মালেক | সহ সভাপতি |
০৩ | জনাব, মো: জহিরূল হক | সদস্য |
০৪ | জনাব, মো: আবু বকর সিদ্দিক | সদস্য |
০৫ | জনাবা, মিসেস্ পারূল আক্তার | সদস্য |
০৬ | জনাবা, রাফেজা আক্তার | সদস্য |
০৭ | জনাবা, নাজনীন আক্তার | সদস্য |
০৮ | জনাবা, হূছনে জাহান | শিÿক প্রতিনিধি |
০৯ | জনাব, আফজাল হোসেন | সদস্য |
১০ | জনাবা, নাদিরা রহমান | সদস্য |
১১ | জনাব, মো: আব্দুল হান্নান | সদস্য সচিব |
সাল | অংশগ্রহন কারী শিÿার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | বৃত্তি প্রাপ্তির সংখ্যা | |
ট্যালেন্টপুল | সাধারন | ||||
২০০৮ | ৪৮ | ১৬ | ৩৩% | - | - |
২০০৯ | ১৫২ | ৯৫ | ৬৩% | ২ | - |
২০১০ | ১৬৯ | ১২০ | ৭১% | ১ | - |
২০১১ | ১৫০ | ১৪৮ | ৯৯% | ১ | - |
২০১২ | ১৭২ | ১৬৫ | ৯৬% | ১ | - |
১০০% ছাত্র-ছাত্রী ভর্তি নিশ্চিত করন
এবং ১০০% পাশের হার নিশ্চিত করন
আমরা আমাদের বিদ্যালয়টাকে একটি আদর্শ বিদ্যালয় রূপে গড়ে তুলতে চাই এবং ভবিষ্যৎতে বিদ্যালয়টাকে জুনিয়র হাই স্কুল রূপে রূপামত্মর করতে চাই।
যাতায়াত ব্যবস্থা সুগম।
ক্রমিক নং | ছাত্র-ছাত্রীর নাম | পিতার নাম | বৃত্তির ধরন | সাল |
০১ | আনিসুর রহমান | মো: আজিজুল হক | ট্যালেন্টপুল | ২০০৯ |
০২ | মীর আমির উলস্নাহ | মীর হেদায়েত উলস্নাহ | ’’ | ২০০৯ |
০৩ | মাসফিক জুনায়েদ | মোকছুদ হোসেন | ’’ | ২০১০ |
০৪ | আল-খালিদ খেয়াল | মো: মান্নানুর রহমান | ’’ | ২০১১ |
০৫ | তাসনিম রহমান (মৌমিতা) | এস আনিসুর রহমান | ’’ | ২০১২ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস