Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
“সেবাকুঞ্জ” ও “ফরম পোর্টাল” এর মাধ্যমে একটি মাত্র ওয়েবসাইট থেকে সকল তথ্য জানা যাবে।
বিস্তারিত

‘সরকারি সব সেবা এক ঠিকানায়’ স্লোগান নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে ‘সেবাকুঞ্জ’ বা ‘সার্ভিস পোর্টাল’ (http://services.portal.gov.bd/ )এবং একই সঙ্গে সরকারি ফরম নিয়ে চালু হয়েছে ‘ফরম পোর্টাল’ (http://forms.gov.bd/)। গত ২১ সেপ্টেম্বর রোববার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সোশ্যাল গুড সামিট-২০১৪’-এ এই দুই পোর্টালের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘খুব সহজেই সেবা পাওয়া যাবে এই সেবাকুঞ্জ থেকে। সরকারের এ উদ্যোগের ফলে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত সেবাগুলো একই ঠিকানায় পাওয়া জনগণের জন্য সহজ হবে। তবে আমি বলব, যাঁরা জনগণের প্রতিনিধি, তাঁরা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাঁদের খেয়াল রাখতে হবে এই সেবাকুঞ্জ ও ফরম পোর্টাল থেকে মানুষ সঠিক সেবা পাচ্ছে কি না।’ এই পোর্টাল দুটি তৈরি হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি বাংলাদেশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্দ্যোগে। 

পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সরকারি সব তথ্য আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের আওতায় আনার চেষ্টা করছি। সরকারি সেবা দেওয়ার এ কার্যক্রম শুধু পোর্টালে সীমাবদ্ধ রাখা হবে না।’
অনুষ্ঠানে জানানো হয়, সেবাকুঞ্জে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর বা সংস্থা, বিভাগীয় শহর, জেলা এবং উপজেলা পর্যায়ে দেওয়া সেবাগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ ৪০০টি সেবা শনাক্ত করে একসঙ্গে প্রদর্শন দেখানো হয়েছে। সেবাকুঞ্জে সরকারি অফিস থেকে দেওয়া সেবা সম্পর্কিত দরকারি তথ্যাদি প্রতিটি সেবার বিপরীতে যুক্ত করা হয়েছে। এই ওয়েব পোর্টালে সেবাগুলোর ধরন, ব্যয়, কোথায় ও কত সময়ে পাওয়া যাবে ইত্যাদি সব প্রক্রিয়ার তথ্য যুক্ত করা হয়েছে। এর ফলে নাগরিকেরা সেবা গ্রহণের জন্য নির্দিষ্ট কার্যালয়ে যাওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন।
অন্যদিকে, ফরম ওয়েব পোর্টালে এক হাজার ১০টি জরুরি এবং প্রয়োজনীয় ফরম রাখা হয়েছে। আগামী দিনে আরও ফরম এতে যুক্ত করা হবে। সরকারি ফরমগুলো সহজে যাতে পাওয়া যায়, সে জন্য ‘বাংলাদেশ ফরম’ তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এসব ফরম অনলাইনে পূরণ এবং আবেদন করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানানো হয়। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস, মন্ত্রিপরিষদের ভারপ্রাপ্ত সচিব মো. নজরুল ইসলাম, এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার, নীতিমালাবিষয়ক উপদেষ্টা আনীর চৌধুরীসহ অনেকে।

ছবি
ডাউনলোড