নারায়ণগঞ্জ সদর উপজেলার দক্ষিণ নরসিংহপুর গ্রামের নবম শ্রেণীর মেধাবী ছাত্রীর স্কাইপের মাধ্যমে প্রবাসী ছেলের সাথে বিয়ের আয়োজন করে মেয়ের বাবা-মা। ক্ষোভে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব গাউছুল আজম স্যার ঘটনাস্থলে পৌছে মোবাইল কোট পরিচালনা করে বিয়ে বন্ধ করে দেন এবং মেয়ের পিতাকে আটক করেন। পরবর্তীতে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬ ধারায় মেয়ের বাবাকে ১০০০/- টাকা জরিমানা করা হয়। মেয়ের বাবা ৩০০ টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে এই মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন যে, ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে কোন অবস্থায় মেয়ের বিয়ে দিবে না বা কারো সাথে বিয়ের ব্যাপারে কোন প্রকার অঙ্গীকারে আবদ্ধ রাখবেনা। উক্ত অঙ্গীকারনামায় মেয়ের বাবা জাহাঙ্গীর আলম, মেয়ের মা স্বাক্ষর করেন। স্বাক্ষী হিসাবে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গ স্বাক্ষর করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস