আজ ২০ জানুয়ারী ২০১৫ তারিখ নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইজন নারী ও একজন পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই তিনজনকে পৃথকভাবে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সদর ইউএনও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজম নিউজ নারায়ণগঞ্জকে জানান, জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক নজরুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলেক মিয়ার সহায়তায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামান বাবুর স্ত্রী একাধীক মাদক মামলার আসামী শাহানাজকে ৪২ পিছ ইয়াবা, এনায়েতনগর এলাকার সেরু মিয়ার স্ত্রী আসমা বেগমকে ৩শ গ্রাম গাজা ও মাদক বিক্রির ১হাজার ৯৫ টাকা ও নিউহাজিগঞ্জ এলাকার সেকান্দারের ছেলে মিলনকে ১২পিছ ইয়াবা ও মাদক বিক্রির ৯৫০টাকাসহ আটক করা হয়।
পরে ফতুল্লার চাঁনমারীতে অবস্থিত গাউছুল আজম ইনস্টিটিউটে গাউছুল আজম ভ্রাম্যমান আদালত বসিয়ে শাহনাজকে ২বছর, আসমা ও মিলনকে ১বছর করে কারাদন্ড দেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস