Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নামজারির আবেদন সরাসরি এসিল্যান্ড বরারর করুন
বিস্তারিত

নারায়নগঞ্জ সদর উপজেলারসর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সঠিকএবঙ স্বচ্ছ  সেবা পেতে  ভুমি বিষযক সকল সেবার জন্য সরাসরি সহকারী কমিশনার (ভুমি) র সহিত আলোচনা করুন। দালাল/টাউট/বাটপার সহ সুবিধাবাদীদের খপ্পরে পরে অন্যায়ভাবে কোন প্রকার কাজ সম্পাদন থেকে দূরে থাকুন।

 

* নামজারি-জমাভাগ-জমা একত্রীকরনের জন্য সহকারী কমিশনার (ভূমি) বরাবরে নির্ধারিত ফরমে আবেদন করতে হয়।

 

আবেদন ফমভূমিমন্ত্রণালয়ের ওয়েবসাইট(www.minland.gov.bd)সহকারী কমিশনার (ভূমি) এরকার্যালয়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয় এবং ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (UISC)থেকে সংগ্রহ করা যায়।

 

* মিউটেশনের আবেদনের সাথে যে সকল কাগজপত্র দাখিল করতে হবেঃ

 

(১)        ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের মূল দলিলের সার্টিফাইড কপি/ফটোকপি ও প্রয়োজনীয় ভায়া দলিলের সার্টিফাইড কপি/ফটোকপি।

(২)        মৃত্যুর ক্ষেত্রে ওয়ারিশ সনদপত্র (অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত)

(৩)        হেবাদানের ক্ষেত্রে হেবা দলিলের কপি

(৪)        সংশিস্নষ্ট খতিয়ানের সার্টিফাইড কপি/ফটোকপি।

(৫)        ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা।

(৬)        আবেদনকারী/প্রতিনিধির ১ (&এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।

 

*        মিউটেশন বাবদ খরচঃ ২৫০/-টাকা।

 

(আবেদন কোর্ট ফি ৫/- টাকা, নোটিশ জারী ফি ২/- টাকা, রেকর্ড সংশোধন ফি ২০০/- টাকা, ও মিউটেশন খতিয়ান ফি ৪৩/- টাকা)

 

*        মিউটেশন কার্যক্রম নিষ্পত্তির সময়  ও অন্যান্যবিষয়ঃ

 

(১)        মালিকানার বিষয়ে বিতর্ক না থাকলে আবেদনের তারিখে থেকে সর্বোচ্চ৪৫(পয়তালিস্নশ) কার্যদিবসের মধ্যে মিউটেশন কার্যক্রম সমাপ্ত করা হবে।

(২)        আবেদনকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউনিয়ন ভূমি অফিসে প্রয়োজনীয় রেকর্ডদেখাতে হবে এবং নির্ধারিত তারিখ ও সময়ে মূল কাগজপত্রসহ উপজেলা ভূমি অফিসেশুনানীতে উপস্থিত হতে হবে।

(৩)        আবেদনকারীকে স্বয়ং আবেদন করতেহবে। কোন যৌক্তিক কারনে সমর্থ না থাকলে ÿমতা পত্রের মাধ্যমে উপযুক্তপ্রতিনিধি প্রেরণ করতে হবে।

(৪)        দালাল বা টাউটের মাধ্যমে দাখিলকৃত আবেদন বাতিল করা হবে।

 

  • নির্ধারিতসময়ে মিউটেশন না হলে অথবা অতিরিক্ত ফি দাবী করলে নিমেণাক্ত কর্মকর্তাগণেরসাথে সরাসরি অথবা ফোনে অথবা ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

 

কর্মকর্তাগণের পদবী

টেলিফোন নম্বর

ই-মেইল

জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ

০২-৭৬৪৬৬৪৪

dcnarayanganj@mopa.gov.bd

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নারায়ণগঞ্জ।

০২-৭৬৪৬৭৪৭

a5898khurshid@yahoo.com

উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর।

০২-৭৬৪৫২৩৮

unonarayanganj@mopa.gov.bd

সহকারী কমিশনার (ভূমি), নারায়নগঞ্জ সদর।

০২-৭৬৩০৫৬৭

aclandnganj@yahoo.com

 

বিঃ দ্রঃ  -  রশিদ ছাড়া কাউকে টাকা পয়সা দিবেন না।

আদেশক্রমে

সহকারী কমিশনার (ভূমি),

নারায়ণগঞ্জ সদর।

ডাউনলোড