আপনি জানেন কি ? অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন/২০০১ (সংশোধিত-২০১১) অনুযায়ী নাঃগঞ্জ জেলার অবমুক্তি কার্যক্রম চালু হয়েছে অর্পিত সম্পত্তি দু ’প্রকারঃ- ১। ‘‘ক’’ তফসিল ভূক্ত সম্পত্তি (প্রত্যর্পণ যোগ্য অর্থাৎ লীজকৃত সম্পত্তি) ২। ‘‘খ’’ তফসিল ভূক্ত সম্পত্তি (‘‘ক’’ তফসিল বর্হিভূত অর্থাৎ সেন্সাস তালিকাভূক্ত ও আর, এস রেকর্ডভূক্ত অর্পিত সম্পত্তি)। * ‘‘ক’’ তফসিল ভূক্ত অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য জেলা জজ আদালতে গঠিত ট্রাইবুনালের নিকট আবেদন করতে হবে। * জেলা ট্রাইবুনালের সিদ্ধামেত্মর বিরম্নদ্ধে আপীল ট্রাইবুনালে নিদিৃষ্ট সময়ের মধ্যে আপীল করা যাবে। * ‘‘খ’’ তফসিল ভূক্ত অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এর সভাপতিত্বে গঠিত জেলা কমিটির নিকট আবেদন করতে হবে। * জেলা কমিটির সিদ্ধামেত্মর বিরম্নদ্ধে কেন্দ্রীয় কমিটির নিকট নিদিৃষ্ট সময়ের মধ্যে আপীল করা যাবে। আবেদনের সাথে সংযুক্ত কাগজপত্রাদিঃ- আবেদন পত্রের সাথে মালিকানার স্বপক্ষে নিন্মোক্ত কাগজপত্র দাখিল করতে হবে। (ক) আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের অনুলিপি(যদি থাকে) (খ) আবেদনকারীর অনুকুলে রেজিস্ট্রিকৃত হসত্মামত্মর দলিলের সহিমহুরি নকল বা সত্যায়িত অনুলিপি এবং প্রযোজ্য ক্ষেত্রে বায়া দলিল বা অনুলিপি। (গ) দাবীকৃত সম্পত্তির এস.এ বা আর. এস প্রকাশিত খতিয়ানের সইমুহুরী নকল বা অনুলিপি। (ঘ) আবেদনকারীর অনুকুলে মঞ্জুরীকৃত নামজারী এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা (যদি থাকে) (ঙ) প্রযোজ্য ক্ষেত্রে ১৯৭২ সনের মহামান্য রাষ্ট্রপতির ৯৬/২ ও ৯৮/৭২ নম্বর আদেশ অনুযায়ী দাখিলকৃত বিবরণীতে আবেদনকৃত সম্পত্তির অমর্ত্মভূক্তি সংক্রামত্ম তথ্যাদি(যদি থাকে)। (চ) আবেদনকৃত সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত কোন ডিক্রি বা রায় থাকিলে তার সইমুহুরি নকল বা অনুলিপি ও প্রয়োজনীয় ÿÿত্রে সংশি¬ষ্ট অন্যান্য কাগজ পত্র। আবেদন ফরম প্রাপ্তি স্থানঃ- জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র । আবেদনের সময় সীমাঃ- ক) গ্রেজেট প্রকাশের ১২০ (একশত বিশ) দিনের মধ্যে। খ) গ্রেজেট প্রকাশের ১২০ (একশত বিশ) দিনের মধ্যে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস