উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর এর উদ্যোগে কারুকুঞ্জের সহায়তায় চাঁনমারী বস্তির ২০ জন পিতৃহারা এতিম শিশু পেল ঈদের জামা। ঈদের দিন নতুন জামা পড়তে পারবে কিনা সে নিশ্চয়তা ছিলনা ওদের। রাস্তায় রাস্তায় ঘুরে জনে জনে হাত পেতে দু’বেলা খাবার জুটানোই যেখানে কষ্টের ব্যাপার, সেখানে নতুন জামাতো আকাশ কুসুম কল্পনা। গত ২৫ জুলাই চাঁনমারী বস্তি হতে ২০ জন এতিম শিশুকে ঈদের জামা উপহার দেওয়ার জন্য কারুকুঞ্জে নিয়ে আসা হয়। কারুকুঞ্জের সেলাই প্রশিক্ষকদের মাধ্যমে পথশিশুদের পোশাকের মাপ নেয়া হয়। আজ ২৭ জুলাই তাদের হাতে নতুন পোশাক তুলে দেয়া হয় এবং তাদেরকে কারুকুঞ্জের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা নতুন সাজে সাজিয়ে দেন। এইসব ছিন্নমূল পথশিশুদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS