গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা পরিষদ কার্যালয়
নারায়ণগঞ্জ সদর।
নারায়ণগঞ্জ সদর উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটি’র জানুয়ারী, ২০১৪ ইং মাসে অনুষ্ঠিত সভার কার্যবিবরনী
সভাপতি ঃ জনাব আবুল কালাম আজাদ বিশ্বাস, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নারায়নগঞ্জ সদর ।
স্থান ঃ উপজেলা পরিষদ মিলনায়তন, নারায়নগঞ্জ সদর ।
তারিখ ঃ ১৯.০১.২০১৪ ইং
উপস্থিত ও অনুপস্থিত সদস্যবৃন্দের নামের তালিকা পরিশিষ্ট ‘‘ ক ’’-তে সংরক্ষিত।
সভাপতি মহোদয় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। সভায় উপস্থিত সকলের পক্ষহতে ধন্যবাদ জানান এবং সভা পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসার, নারায়নগঞ্জ সদর মহোদয়কে অনুরোধ করেন। উপজেলা নির্বাহী অফিসার, নারায়নগঞ্জ সদর মহোদয়ের পরিচালনায় সভা পরিচালিত হয় ।
বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদনঃ
চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নারায়নগঞ্জ সদর শুরুতে উপস্থিত সকল সদস্যগনকে স্বাগত জানিয়ে সভার কাজ আরম্ভ করেন। তিনি পরিষদের সম্মানিত সকল সদস্য ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বিগত ৩০/১২/২০১৩ ইং তারিখ অনুষ্ঠিত সভার কার্যবিবরনী পাঠ করে শুনান ও বিগত সভার কার্যবিবরনী অনুমোদনের জন্য উপস্থাপন করেন।
সিদ্ধামত্মঃ কোন প্রকার সংশোধনী ছাড়া গত ৩০.১২.২০১৩ তারিখের সভার কার্যবিবরনী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
১। উপজেলা কৃষি বিভাগঃ
উপজেলা কৃষি অফিসার সভায় জানান যে, চলতি রবি মৌসুমে আলু, বোরোধান ও শাকসবজিসহ বিভিন্ন ফসল আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করে আবাদের ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ফসল আবাদের লক্ষমাত্রা অর্জনের নিমিত্তে সংশিস্নষ্ট চাষীদের প্রশিক্ষণপ্রদান ও প্রয়োজনীয় পরামর্শ জোরদার করা হয়েছে । আলুর ফলন বাম্পার হয়ছে। ভেজাল সার উৎপাদন, সরবরাহ ও সার পাচার রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, জন প্রতিনিধিসহ সংশিস্নষ্ট সকলের সার্বিক সহযোগীতা কামনা করা হয়। তিনি আরো জানান যে, কৃষি উপকরণ রাখার জন্য উপজেলা চত্তরে একটি গুদাম নির্মানের জন্য অনুরোধ জানান ।
২। উপজেলা প্রাণিসম্পদ অফিসঃ
উপজেলা প্রাণিসম্পদ অফিসার সভায় জানান যে, গবাদি পশু ও হাঁস-মুরগীর টিকা প্রদান, রেজিষ্ট্রেশন, বার্ডফ্লু রোগ প্রতিরোধে জনসচেতনয় খামারীগনকে গবাদি পশু ও হাঁস-মুরগী পালন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। বার্ড-ফ্লু রোগ নিয়ন্ত্রনে লাইভ মার্কেট, ওয়েট মার্কেট ও বিভিন্ন খামারগুলোতে জীবানুনাশক ষ্প্রে করা করা হচ্ছে বর্তমানে বাজারে মরা ও রোগক্রামত্ম পশুর মাংস বিক্রির অভিযোগে আসছে। মাংস বিক্রেতাদের পশু জবাহ ও মাংস বিক্রয় আইন মেনে মাংস বিক্রির জন্য নিদের্শনা দেয়া অব্যাহত আছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসার সভায় জানান যে, নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুলস্না, কুতুুুবপুর এবং এনায়েতনগর ইউনিয়নে বেওয়ারিশ কুকুর নিধণ ও বভিন্ন ইউনিনে ১২০ (একশত বিশ জন) কসাইকে পশু জবাই আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করা হযেছে।
৩ । উপজেলা মৎস্য বিভাগঃ
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নারাযণগঞ্জ সদর সভায় জানান যে, সদর উপজেলায় বিভাগীয় মৎস্য সম্পসারন কার্যক্রম সমেত্মাষজনকভাবে চলছে। মৎস্য ঋণ তহবিলের আওতায় ঋণ আদায় সংক্রামত্ম কার্যক্রম চলছে। নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন বিভিন্ন মৎস্য বাজারে মৎস্য সংরক্ষন আইন, ১৯৫০ এর বাসত্মবায়ন কার্য্যক্রম চলছে। তিনি জানান ইউনিয়ন সমুহে ৫ জন মৎস্য চাষীকৈ মাছ চাষের জন্য পরামর্শ প্রদান করা হয়। নারাযণগঞ্জ সদর সভায় জানান যে, জাটকা নিধন কর্মসূচীর আওতায় সদর উপজেলায় বিভিন্ন হাট-বাজার, মৎস্য অবতরন কেন্দ্র, মৎস্য আড়ত পরিদর্শন করা হয়েছে। সমন্মিত মৎস্য কার্যক্রমের মাধ্যমে দরিদ্র বিমোচন কর্মসূচী ১ম ও ২য় পর্যায় এবং ক্ষুদ্র ঋণ আদায় করে সরকারী হিসাবে জমা করা হয়েছে।
৪। উপজেলা পরিসংখ্যান বিভাগঃ
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সভায় জানান যে, বিভাগীয় সকল কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। মাসিক কৃষি মজুরীর তথ্য সংগ্রহ করিয়াউর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবরে প্রেরন করা হয়েছে । নারায়নগঞ্জ সদর উপজেলায় ০২ (দুই) টি বাজার (ক) নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের দ্বিগুবাবুর বাজার খ) বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী বাজার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের পাইকারী ও খুচরা মূল্যের বাজারদর সংগ্রহ করিয়া প্রতিবেদন বিভাগীয় উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবরে প্রেরন করা হয়েছে । শীতকালীন শাক-সবজির মূল্যের পাইকারী ও খুচরা মূল্যের বাজারদর সংগ্রহ করিয়া এর প্রতিবেদন প্রস্ত্তত করিয়া বিভাগীয় উর্দ্ধতন কর্তৃপক্ষক্ষর বরাবরে প্রেরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার দশটি এম.এস.এ.বি প্রকল্পের স্থানীয় রেজিস্টারদের মাধ্যমে জন্ম-মৃত্যু সংগ্রহ করিয়া বিভাগীয় উর্দ্ধতন কর্তৃপক্ষক্ষর বরাবরে প্রেরণ করা হয়েছে।
৫। উপজেলা সমাজসেবা অফিস
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সভায় জানান যে, আর.এস.এস ও এসিডদ্ধ ও প্রতিবন্ধী পুবাসন কার্যক্রম চলছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, প্রতিবন্ধী শিক্ষাথীদের শিক্ষা &&&উপবৃত্তি ভাতা বিতরন কার্যক্রম যথাযথভাবে চলছে।
৬। উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগঃ
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সভায় জানান যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুসত্মক বোর্ড থেকে ২০১৪ শিক্ষা বর্ষের জন্য অএ উপজেলায় ১০,৫৯,০০০ কপি বইয়ের চাহিদা রয়েছে। ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ বই অত্র উপজেলায় পৌঁছেছে এবং প্রাপ্ত বইয়ের প্রায় ৯০ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এবতেদায়ী ও দাখিল সত্মরের জন্য উপজেলায় ১,৪৫,১৮০ কপি বইয়ের চাহিদা রয়েছে। যার প্রায় ৮৫ শতাংশ বই অত্র উপজেলায় পৌঁছানো হয়েছে। ইতিমধ্যে প্রাপ্ত বইয়ের প্রায় ৯৫ শতাংশ বই শিক্ষা প্রতিষ্ঠানের কাছে বিতরণ করা হয়েছে।
৭। উপজেলা প্রকৌশলঃ উপজেলা প্রকৌশল সভায় জানান যে, ২০১৩-২০১৪ বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিমণবর্ণিত প্রকল্পসমূহ টেন্ডারের মাধ্যমে বাস্ত্মবায়নের জন্য টেন্ডার আহবানের প্রক্রিয়া চলছে।
টেন্ডারের মাধ্যমে বাসত্মবাধীন প্রকল্পের তালিকাঃ
ক্রমিক নং | প্রকল্পের নাম | প্রাক্কলিত টাকা | প্রকল্প খাত | ইউনিয়নের নাম | বাসত্মবায়নের ধরন |
১ | সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দুঃস্থ্য অসহায় ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ। | ৪,০০,০০০/- | সমাজকল্যাণ কর্মকান্ড/ বিবিধ | ৭টি ইউনিয়ন | টেন্ডার |
২ | ভুইঘর কাজী জুলহাসের বাড়ী হইতে নুরম্নল আমিনের বাড়ী পর্যমত্ম (আফতাব উদ্দিন সড়ক) পাইপ ড্রেন নির্মান। | ৩,০০,০০০/- | কৃষি ও সেচ | কুতুবপুর | টেন্ডার |
৩ | ফতুলস্ন ইউনিয়নের ৪নং ওয়ার্ডে চৌধুরী বাড়ী রাসত্মায় নাছির মৌলভীর বাড়ী হইতে আমজাদ হোসেন চৌধুরীর বাড়ী পর্যমত্ম রাসত্মার পার্শ্বে ড্রেন নির্মান। | ৩,০০,০০০/- | কৃষি ও সেচ | ফতুলস্না | টেন্ডার |
৪ | কুতুবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দেলপাড়া কুতুবউদ্দিনের বাড়ী হইতে সানোয়ারের বাড়ী পর্যমত্ম রাসত্মা আরসিসি দ্বারা উন্নয়ন। | ৩,০০,০০০/- | পরিবহন ও যোগাযোগ | কুতুবপুর | টেন্ডার |
৫ | উত্তর কাশিপুর শামিত্মনগর রোডে পাকা ড্রেন নির্মান। | ৩,০০,০০০/- | কৃষি ও সেচ | কাশিপুর | টেন্ডার |
৬ | নতুন সৈয়দপুর তাওলাদ সর্দারের বাড়ী হইতে বীর মুক্তিযোদ্ধা সেকান্দার বাড়ী পর্যমত্ম গাইড ওয়াল নির্মান। | ৩,০০,০০০/- | পরিবহন ও যোগাযোগ | গোগনগর | টেন্ডার |
৭ | পূর্ব গোপালনগর রহমান বেপারীর ব্রীক ফিল্ড ঘাটলা হইতে সুরম্নজ মিয়ার বাড়ী পর্যমত্ম রাসত্মা উন্নয়ন। | ৩,০০,০০০/- | পরিবহন ও যোগাযোগ | বক্তাবলী | টেন্ডার |
৮ | চর আলীরটেক হইতে ছমির নগর রাসত্মার মাঝখানে কালভার্ট নির্মান। | ১,৫০,০০০/- | পরিবহন ও যোগাযোগ | আলীরটেক | টেন্ডার |
৯ | ডিক্রীরচর কবরস্থানের পার্শ্বে কালভার্ট নির্মান। | ১,৫০,০০০/- | পরিবহন ও যোগাযোগ | আলীরটেক | টেন্ডার |
১০ | আরাফত নগর হানিফের বাড়ী হইতে সেলিমের বাড়ীর মধ্যাংশে খালের উপর কালভার্ট নির্মান। | ৩,০০,০০০/ | পরিবহন ও যোগাযোগ | এনায়েতনগর | টেন্ডার |
১১ | পুলিশ লাইনস্ স্কুল এর মাঠভরাট। | ২,০০,০০০/- | শিক্ষার উন্নয়ন | এনায়েতনগর | টেন্ডার |
১২ | সসত্মাপুর এলাকায় মহিলাদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের (কারম্নকুঞ্জের) উন্নয়ন ও মেরামত। | ২,০০,০০০/- | বস্ত্তগত অবকাঠামো উন্নয়ন | ফতুলস্না | টেন্ডার |
১৩ | বক্তাবলী বাজার হোসেন ফার্মেসী হইতে রাজাপুর চৌরাসত্মা পর্যমত্ম ড্রেন নির্মান। | ৪,০০,০০০/- | কৃষি ও সেচ | বক্তাবলী | টেন্ডার |
১৪ | উত্তর কাশিপুর জাহাঙ্গীরের বাড়ী সংলগ্ন ড্রেন নির্মান | ৪,৯১,৩২০/- | কৃষি ও সেচ | কাশিপুর | টেন্ডার |
১৫ | ৭৩ নং ফতুলস্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন। | ১,০০,০০০/- | শিক্ষার উন্নয়ন | ফতুলস্না | টেন্ডার |
১৬ | সদর উপজেলার হতদরিদ্রদের মাঝে স্যানেটারী ল্যাট্রিনের রিং ও সস্নাব সরবরাহ। | ৩,০০,০০০/- | পলস্নী জনস্বাস্থ্য | ৭টি ইউনিয়ন | টেন্ডার |
১৭ | সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহ। | ১০,০০,০০০/- | শিক্ষার উন্নয়ন | ৭টি ইউনিয়ন | টেন্ডার |
১৮ | সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উপকরণ সরবরাহ। | ৩,০০,০০০/- | শিক্ষার উন্নয়ন | ৭টি ইউনিয়ন | টেন্ডার |
১৯ | সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ। | ৪,০০,০০০/- | ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়ন | ৭টি ইউনিয়ন | টেন্ডার |
২০ | সদর উপজেলার হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন সরবরাহ। | ৫,০০,০০০/- | ক্ষুদ্র ও কুটির শিল্প | ৭টি ইউনিয়ন | টেন্ডার |
২১ | মাসদাইর ঘোষসরবাগ আফজাল সাহেবের বাড়ী হইতে স্বপন শেখের বাড়ী পর্যমত্ম রাসত্মা উন্নয়ন। | ২,০০,০০০/- | পরিবহন ও যোগাযোগ | এনায়েতনগর | টেন্ডার |
২২ | সদর উপজেলার কমিউনিটি হল রম্নমের জন্য আসবাবপত্র সরবরাহ। | ৪,০০,০০০/- | গৃহ নির্মান ও বস্ত্তগত পরিকল্পনা | ফতুলস্না | টেন্ডার |
| মোট | ৭২,৯১,৩২০/- |
|
|
|
উপজেলা প্রকৌশল সভায় আরো জানান যে, ২০১৩-২০১৪ বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিমণবর্ণিত প্রকল্পসমূহ প্রকল্প বাসত্মবায়ন কমিটির মাধ্যমে বাস্ত্মবায়নের জন্য কার্যক্রম চলছে।
প্রকল্প কমিটির মাধ্যমে বাসত্মবাধীন প্রকল্পের তালিকাঃ
ক্রমিক নং | প্রকল্পের নাম | প্রাক্কলিত টাকা | প্রকল্প খাত | ইউনিয়নের নাম | বাসত্মবায়নের ধরন |
২৩ | ফতুলস্না ইউনিয়নে কাঞ্চনের বাড়ী হইতে ফাইম মিয়ার বাড়ী পর্যমত্ম ড্রেন ও সস্নাব নির্মান। | ১,০০,০০০/- | কৃষি ও সেচ | ফতুলস্না | প্রকল্প কমিটি |
২৪ | সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে অসহায় দুঃস্থ্য মহিলাদের ‘‘নারী উন্নয়ন ও হসত্মশিল্প ফাউন্ডেশন’’ এর মাধ্যমে সেলাই প্রশিক্ষণ। | ১,০০,০০০/- | ক্ষুদ্র ও কুটিরশিল্প দক্ষতা উন্নয়ন | কুতুবপুর | প্রকল্প কমিটি |
২৫ | সদর উপজেলার ফতুলস্না ইউনিয়নে অসহায় দুঃস্থ মহিলাদের ‘‘নারী উন্নয়ন ও হসত্মশিল্প ফাউন্ডেশন’’ এর মাধ্যমে সেলাই প্রশিক্ষণ। | ১,০০,০০০/- | ক্ষুদ্র ও কুটিরশিল্প দক্ষতা উন্নয়ন | ফতুলস্না | প্রকল্প কমিটি |
২৬ | নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৫০ জন কৃষকের মাঝে শীতকালীন ও গী্রষ্মকালীন শাক সবজির উন্নতমানের বীজ সরবরাহ ও চাষবাদের উপর কারিগরী প্রশিক্ষণ। | ১,০০,০০০/- | কৃষি ও সেচ | ৭টি ইউনিয়ন | প্রকল্প কমিটি |
২৭ | জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা দূরীকরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ রাসত্মার পার্শ্বে এবং সরকারী পতিত জায়গায় বৃক্ষ রোপন। | ১,০০,০০০/- | কৃষি ও সেচ | ৭টি ইউনিয়ন | প্রকল্প কমিটি |
২৮ | উপজেলা পরিষদ লাইব্রেরীর উন্নয়ন এবং বই ক্রয়। | ১,০০,০০০/- | ক্রীড়া ও সংস্কৃতি ও শিক্ষার উন্নয়ন | ফতুলস্না | প্রকল্প কমিটি |
২৯ | নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে হাঁস মুরগী ও গবাদিপশুর উন্নয়ন এবং প্রশিক্ষণ প্রদান। | ১,০০,০০০/- | প্রাণিসম্পদ | ৭টি ইউনিয়ন | প্রকল্প কমিটি |
৩০ | সসত্মাপুর এলাকায় অবস্থিত ৩টি সরকারী পুকুরে মৎস্য সংরক্ষন ও মৎস্য সম্পদ উন্নয়নে কারিগরী পদক্ষক্ষপ গ্রহণ এবং মাছের পোনা অবমুক্তকরণ। | ১,০০,০০০/- | মৎস্য সম্পদ | ফতুলস্না | প্রকল্প কমিটি |
৩১ | ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন এবং বিভিন্ন ইউনিয়নের ৪০ জন যুব মহিলাদের আর্থ সামাজিক অবস্থা এবং দক্ষতা উন্নয়নে কারম্নকুঞ্জের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ প্রদান। | ১,০০,০০০/- | ক্ষুদ্র ও কুটিরশিল্প দক্ষতা উন্নয়ন | ৫টি ইউনিয়ন | প্রকল্প কমিটি |
৩২ | সদর উপজেলার ফতুলস্না ও কুতুবপুর ইউনিয়নের ৫০ জন দু:স্থ ও যুব মহিলার আয় বর্ধনমূলক বিভিন্ন হসত্মশিল্পের প্রশিক্ষণ/ওয়ার্কশপ ও সম্প্রসারণ কর্মসূচি। | ১,০০,০০০/- | ক্ষুদ্র ও কুটিরশিল্প ওয়ার্কসপ কর্মসূচী | ফতুলস্না ও কুতুবপুর | প্রকল্প কমিটি |
৩৩ | শ্রমজীবি দরিদ্র শিশু এবং সুবিধাবঞ্চিত নিরক্ষর পুরম্নষ ও মহিলাদের জন্য নারায়ণগঞ্জ সদর উপজেলায় ০৪টি উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্র চালুকরণ এবং শিক্ষার উপকরণ সরববরাহ। | ১,০০,০০০/- | শিক্ষার উন্নয়ন | ফতুলস্না | প্রকল্প কমিটি |
৩৪ | ফতুলস্না ইউনিয়ন ও উপজেলা পরিষদ এর সন্নিকটে বাগডুমারী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা ও ময়লা বর্জ্য অপসারনের জন্য স্টীলের ভ্যানগাড়ী, ট্রলি, কোদাল- ঝাড়ু প্রভৃতি / উপকরণ তৈরী/ক্রয়। | ১,০০,০০০/- | স্বাস্থ্যগত পরিচ্ছন্নতা জনস্বাস্থ্য ও পরিবেশ | ফতুলস্না | প্রকল্প কমিটি |
৩৫ | শিল্পকলা একাডেমীর শিশুদের শারীরিক মানসিক ও সাংস্কতিক উন্নয়নের জন্য ০৬ মাস মেয়াদে উপজেলা শিল্পকলা একাডেমীর মাধ্যমে শিশুদের গান, নাচ ও আবৃত্তির প্রশিক্ষণ আয়োজন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন। | ১,০০,০০০/- | ক্রীড়া ও সংস্কৃতি | ৭টি ইউনিয়ন | প্রকল্প কমিটি |
৩৬ | সসত্মাপুর এলাকায় ‘‘স্বপ্নডানা’’ কৃষি প্রদর্শনী খামার ও শিশু কাননে শিশুদের চিত্ত বিনোদনের জন্য টিনের সেড নির্মান। | ১,০০,০০০/- | শিশুদের শারীরিক মানসিক ও সাংস্কৃতিক উন্নয়ন | ফতুলস্না | প্রকল্প কমিটি |
৩৭ | সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষক্ষত দরিদ্র ও যুব মহিলাদের উৎপাদিত ক্ষুদ্র ও কুটির শিল্পের সামগ্রী নিয়ে প্রদর্শনী কেন্দ্র স্থাপনে সহায়তা প্রদানের মাধ্যমে আয়বর্ধক কর্মতৎপরতায় সহায়তা করা। | ১,০০,০০০/- | মহিলাকল্যান ও আয়বর্ধক কর্মতৎপরতা | ফতুলস্না ও কুতুবপুর | প্রকল্প কমিটি |
৩৮ | উপজেলা সদরে কৃষক প্রশিক্ষনণ কেন্দ্রের উন্নয়ন। | ১,০০,০০০/- | কৃষি ও সেচ | ফতুলস্না | প্রকল্প কমিটি |
৩৯ | বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় নারায়নগঞ্জ সদর উপজেলা উন্নয়ন মূলক কাজ বাসত্মবায়নে আনুষাংগিক মালামাল ক্রয় | ৪৪,৬৮০/- | বিবিধ | - | - |
| মোট | ৮৯,৩৬,০০০/- |
|
|
|
সিদ্ধামত্ম ঃ এ বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনার পর উপরে বর্ণিত প্রকল্পগুলি বাসত্মবায়নের জন্য সিদ্ধামত্ম গৃহীত হয় এবং কাজগুলি দ্রম্নত বাসত্মবায়নের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করা হয়।
৮। উপজেলা প্রকল্প বাসত্মবায়ন অফিসঃ
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জানান যে ২৩.১১. ২০১৩ খ্রি: তারিখ হতে সদর উপজেলাধীন ৭টি ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্রকল্পের কাজ চলছে। তিনি আরো জানান গ্রামীন অবকাঠামো রক্ষণা- বেক্ষণ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন ইউনিয়নে ৬৩ টি প্রকল্পের কাজ চলছে। কাজের অগ্রগতি সমেত্মাষজনক।
৯ । উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগঃ
ইপিআই কার্যক্রমঃউপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় জানান যে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় জানান যে, ইপিআই কার্যক্রমের আওতায় শিশুদেরকে বিসিজি টিকা,পেন্টা ১ম ডোজ, ২য় ডোজ ,৩য় ডোজ টিকার সাথে পোলিও টিকা খাওয়ানো হইয়াছে। জানুয়ারী, ২০১৪ মাসে ১৫-৪৯ বছর বয়সী মহিলাদেওর টিটি টিকা দেওয়া হইয়াছে। তিনি জানান ২৬ জানুয়ারী ২০১৪ হতে ০৯ ফেব্রয়ারী ২০১৪ পর্যমত্ম তারিখে সারাদেশের ন্যায় এত্র উপজেলায় জাতীয় ভিটামিন ‘‘এ’’ পস্নাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষেউপজেলার সকল স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী শিশুদেও নীল (১০০০০০ লক্ষআইইউ ভিটামিন ‘‘এ’’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের শিশুদেও লাল (২০০০০০ লক্ষ আইইউ) ভিটামিন ‘‘এ’’ ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গস্খহণ করা হয়েছে। অএ উপজেলায় ১৪টি কমিউনিটি ক্লিনিকে জনসাধারণকে নিয়মিত স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।
১০। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগঃ
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় জানান যে, জানুয়ারী ২০১৪ মাসে সদর উপজেলায় সক্ষম দম্পতিদের মধ্যে পরিবার পরিকল্পনার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিসমূহের মধ্যেআইইউডি, ইনজেকশন, খাবার বড়ি, কনডম, ইমপান্ট গ্রহীতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারী ২০১৪ মাসে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ০৪টি স্থায়ী এবং ০৩টি দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা সেবা প্রদান ক্যাম্পের আয়োজন করা হয়। এ ক্যাম্পগুলোর মাধ্যমে ৯৫ জন গ্রহীতার মাঝে ৬৩জনকে এনএসডি পদ্ধতি এবং ৩৯ জন গ্রহীতাকে লাইগেশন সেবা প্রদান করা হয়। ৫৮ জন গ্রহীতাকে দেয়া হয় ইমপস্নানন গ্রহণ সেবা প্রদান করা হয়।
১১। উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগঃ
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সভায় জানান যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুসত্মক বোর্ড থেকে ২০১৪ শিক্ষা বর্ষের জন্য অএ উপজেলায় ১০,৫৯,০০০ কপি বইয়ের চাহিদা রয়েছে। ইতিমধ্যে প্রায় ৯০ শতাংশ বই অত্র উপজেলায় পৌঁছেছে এবং প্রাপ্ত বইয়ের প্রায় ৯০ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এবতেদায়ী ও দাখিল সত্মরের জন্য উপজেলায় ১,৪৫,১৮০ কপি বইয়ের চাহিদা রয়েছে। যার প্রায় ৮৫ শতাংশ বই অত্র উপজেলায় পৌঁছানো হয়েছে। ইতিমধ্যে প্রাপ্ত বইয়ের প্রায় ৯৫ শতাংশ বই শিক্ষা প্রতিষ্ঠানের কাছে বিতরণ করা হয়েছে।
১২। উপজেলা শিক্ষা বিভাগ ঃ উপজেলা শিক্ষা অফিসার জানান যে, অত্র উপজেলার ১০৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণীর জন্য ৮০ জন্য সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বিভাগীয় বিভিন্ন কার্যক্রম সমেত্মাষজনক।
১৩। উপজেলা পলস্নী উন্নয়ন অফিসঃ
উপজেলা পলস্নীউন্নয়ন অফিসার জানান যে, বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোড(বি আর ডি বি)এর বাসত্মবায়নাধীন মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধীকার ‘‘একটি বাড়ী একটি খামার ’’ প্রকল্পের আওতায় গ্রামীন দুঃস্থমানুষের অর্থনৈতিক উন্নতি কল্পে ৪টি ইউনিয়ন যথাক্রম কুতুবপুর, কাশিপুর, বক্তাবলী ও গোগনগর ইউনিয়নে ৩৬টি সমিতি রহিয়াছে। সমিতিতে মোট সদস্য সংখ্যা ২১৬০ জন। এর মধ্যে পুরম্নষ সদস্য সংখ্যা ৭২০ জন এবং মহিলা সদস্য সংখ্যা ১৪৪০ জন। তিনি জানান যে ইতোমধ্যে এ সদস্যদের উন্নত চাষাবাদের উপর কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাছাড়া বিআরডিবির অন্যান্য প্রকল্পের খেলাপী ঋন ( সদাবিক/ পদাবিক) ঋণ আদায়ের বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।
১৪। উপজেলা সমবায় অফিসঃ
উপজেলা সমবায় অফিসার জানান যে, বিভিন্ন সমিতিতে ধার্য্যকৃত অডিট ফি এবং সমবায় উন্নয়ন তহবিলের টাকা আদায় করে সরকারী কোষাগারে সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে। বিভিন্ন সমিতির অডিট সম্পাদন কার্যক্রম অব্যাহত আছে। এ বিভাগের সমিতির নিবন্ধন এবং অন্যান্য কার্যক্রম সঠিকভাবে চলছে ।
১৫। উপজেলা আনসার ও ভিডিপি বিভাগঃ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সভায় জানান যে,বেকার যুব পুরম্নষ ও মহিলাকে কারিগরি শিক্ষায় সুশিক্ষিত করার লক্ষ্য নিয়মিত প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। আইন-শৃংখলা রক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানে আনসার সদস্যরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করিতেছে।
১৬। ইনফো সরকার প্রকল্পের অধীনে উপজেলায় টেকনিশিয়ান নিয়োগ প্রসঙ্গেঃ উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) এর স্মারক নং- ৫৬.০১.০০০০.১১৩.০১১.০০১.২০১৩-৭২, তারিখ- ১৩/১১/২০১৩খ্রিঃ এর পত্রের প্রেক্ষক্ষতে নারায়ণগঞ্জ সদর উপজেলার জন্য টেকনিশিয়ান পদে লোক নিয়োগের লক্ষক্ষ্য বাছাই কমিটি গত ০১/১২/২০১৩খ্রিঃ তারিখে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে জনাব মোঃ আমীর হোসেন, পিতা- মোঃ আনোয়ার হোসেন, গ্রাম- মুসলিমপাড়া (ব্রাহ্মণগাঁও), পোঃ কুতুবপুর, উপজেলা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ- কে টেশনিশিয়ান পদে নিয়োগের জন্য সুপারিশ করেন এবং উক্ত নিয়োগ অনুমোদনের জন্য তিনি সভায় প্রসত্মাব করেন।
সিদ্ধামত্মঃ বিষয়টি সভায় আলোচনা হয়। আলোচনামেত্ম জনাব মোঃ আমীর হোসেন, পিতা- মোঃ আনোয়ার হোসেন, গ্রাম- মুসলিমপাড়া (ব্রাহ্মণগাঁও), পোঃ কুতুবপুর, উপজেলা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ- কে সদর উপজেলার টেশনিশিয়ান পদে নিয়োগ দানের সুপারিশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
১৭। বিবিধ আলোচনা :
01) মোঃ রম্নহুল আমিন, মালি, উপজেলা পরিষদ,নারায়ণগঞ্জ সদর, (মৌখিকভাবে নিয়োগ প্রাপ্ত) এর ডিসেম্বর/১৩ মাসের মজুরী প্রদেয় ৫,৫৮০/-(পাঁচ হাজারপাঁচশত আশি) টাকা মাত্র।
02) উপজেলা পরিষদ আবাসিক এলাকায় কোয়াটারের সামনে লোহার গেইট নির্মান, কারম্নকুঞ্জে ও কোয়াটারের পানির ট্যাংকি মেরামত কাজের জন্য ২৪,৯৫০/-(চবিবশ হাজার নয়শত পঞ্চাশ) টাকা ব্যয়।
03) জনাব আবুল কালাম আজাদ বিশ্বাস, চেয়ারম্যান, উপজেলা পরিষদ,নায়ণগঞ্জ সদর এর আগষ্ট/১৩ হতে ডিসেম্বর/১৩ মাস পর্যমত্ম ভ্রমন ব্যয় বাবদ ৫৭,৫০০/-(সাতান্ন হাজার পাঁচশত) টাকা, জনাব মোঃ নাজিম উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান, উপজেরা পরিষদ, নাঃগঞ্জ সদর এর জুন/১৩ হতে ডিসেম্বর/১৩ মাসের ভ্রমন ব্যয় বাবদ ৬৪,০০০/- (চৌষট্টি হাজার)টাকা ও জনাব ফাতেমা মনির, মহিলা ভাইস চেয়ারম্যান,নাঃগঞ্জ এর জুলাই/১৩ হতে ডিসেম্বর/১৩ মাসের ভ্রমন ব্যয় বাবদ ৫৫,০০০/-(পঞ্চান্ন হাজার) টাকা ব্যয়ের অনুমোদন।
সিদ্ধামত্ম : এ বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনা হয়। আলোচনামেত্ম উপজেলা পরিষদ রাজস্ব তহবিল হতে ব্যয়িত প্রকল্পগুলি সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
অতঃপর সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
(আবুল কালাম আজাদ বিশ্বাস)
চেয়ারম্যান, উপজেলা পরিষদ
ও
সভাপতি
উপজেলা মাসিক সভা, নারায়নগঞ্জ সদর।
স্মারক নং-উঃপঃকাঃ/নাঃসঃ/১০/সভা/ ১৩- (৩৫) তারিখঃ .০১.২০১৪ খ্রিঃ
অনুলিপি সদয় জ্ঞাতার্থেঃ-
০১। মানণীয় সংসদ সদস্য, নারায়নগঞ্জ-৩/৪/৫
০২। সচিব, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ।
০৩। কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা ।
০৪। জেলা প্রশাসক, নারায়নগঞ্জ ।
০৫। প্রকল্প পরিচালক, ইনফো সরকার, ব্যান্সডক ভবন, ই-১৪/ওয়াই, শের-এ বাংলা নগর, ঢাকা-১২০৭।
জ্ঞাতার্থে ও কার্যার্থেঃ-
০১। ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নারায়নগঞ্জ সদর ।
০২। মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নারায়নগঞ্জ সদর ।
০৩। উপজেলা ----------------------------------------কর্মকর্তা, নারায়নগঞ্জ সদর ।
০৪। চেয়ারম্যান,---------------------------------ইউঃপিঃ(সকল), নারায়নগঞ্জ সদর।
চেয়ারম্যান
উপজেলা পরিষদ, নারায়ণগঞ্জ সদর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS