Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ শহরটি একটি নদীবেষ্টিত জেলা। এই জেলার সদর উপজেলার উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে শীতলক্ষা, ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদী অন্যতম।নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্বে শীতলক্ষা নদী পশ্চিমে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদী  প্রবাহমান। শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদী থেকে এখানে ধলেশ্বরীর সীমানা সামান্য এলাকা নিয়ে অবসিহত। বলতে গেলে প্রায় ২৬ মাইল দীর্ঘ বুড়িগঙ্গা নদী সাভারের নিকট থেকে যমুনার শাখা নদী ধলেশ্বরী থেকে উৎপত্তি হয়েছে, আবার নারায়ণগঞ্জের কিছৃু উত্তরে (নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে প্রায় ৩ কিমিঃ পশ্চিমে) ফতুল্লা ধর্মগঞ্জের তিন নদীর মোড় থেকে উত্তরে তা ধলেশ্বরীতই মিশে গেছে। নারায়ণগঞ্জের পূর্ব সীমানায় মেঘনা নদী প্রবাহিত হলেও পশ্চিমে সীমানার কিছু অঞ্চল জুড়ে বুড়িগঙ্গা ও দক্ষিন-পশ্চিম সীমানায়  কয়েক মাইল এলাকা নিয়ে ধলেশ্বরী প্রবাহিত। এখানে রেলপথ নির্মানের পূর্বে ঢাকার সাথে নারায়ণগঞ্জের যোগাযোগ মূলত শীতলক্ষ্যা-বুড়িগঙ্গা নদীপথেই হতো।