গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
নারায়ণগঞ্জ সদর।
web: narayanganjsadar.narayanganj.gov.bd
স্মারক নং ০৫.১২.০৩৭৭.০০১.৩৪.০০১.১৪- ১২০(৮০) তারিখ: ২০/০২/২০১৪ খ্রিঃ
‘‘হাট-বাজার ইজারার দরপত্র বিজ্ঞপ্তি’’
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন নিমণবর্ণিত হাট-বাজার বাংলা ১৪২১ সনের ১লা বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত ০১(এক) বছর মেয়াদ কালের জন্য হাট- বাজার ইজারা বন্দোবস্ত দেয়ার নিমিত্ত আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট হতে সীলমোহরকৃত দরপত্র আহবান করা যাচ্ছে। আগ্রহী দরদাতাকে নিমণস্বাক্ষরকারীর অফিস, সহকারী কমিশনার (ভূমি),নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ সদর মডেল থানা, সোনালী ব্যাংক, ফতুলস্না শাখা, এবং জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ হতে নির্ধারিত মূল্যে (অফেরতযোগ্য) নিমণ তফসিলে ০৭ নং কলামে বর্ণিত দরপত্র দাখিলের পূর্ব দিন পর্যমত্ম অফিস চলাকালীন সময়ে (তফসিলে ০৬ নং কলামে বর্ণিত তারিখ পর্যমত্ম) ক্রয় করা যাবে। দরপত্র সমূহ ১ম বার তারিখ ১০.০৩.২০১৪ খ্রি: সোমবার শুধুমাত্র নিমণস্বাক্ষকারীর কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর এবং জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এর কার্যালয়ে রক্ষিত টেন্ডার বক্সে দরপত্র গ্রহণ করা হবে এবং ঐ দিনই দুপুর ২.০০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর এর সভা কক্ষে দরপত্রদাতাদের সম্মুখে (যদি কেহ উপস্থিত থাকেন) দরপত্রসমূহ খোলা হবে। হাট -বাজার ইজারা নীতিমালা মোতাবেক কাঙ্খিত দর না পাওয়া গেলে তফসিলে বর্ণিত তারিখসমূহে পর্যায়ক্রমে ক্যালেন্ডার এবং উলিস্নখিত স্থানে ও সময়সূচী অনুযায়ী দরপত্র কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিজ্ঞপ্তিটি পিপিআর ২০০৮ অনুযায়ী সিপিটিইউ’র ওয়েব সাইটে পাওয়া যাবে।
‘‘তফসিল {হাট-বাজার ইজারা ক্যালেন্ডার}’’
নং | হাট বাজারের নাম | ইউনিয়নের নাম | সরকারী সম্ভাব্য ইজারা মূল্য | দরপত্র সিডিউল মূল্য | সিডিউল বিক্রির তারিখ (অফিস চলাকালীন সময় পর্যমত্ম সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যমত্ম) | দরপত্র দাখিলের তারিখ ও সময় (সকাল ৯.০০ টা হতে দুপুর ১.০০ টা পর্যমত্ম)। |
০১ | ০২ | ০৩ | ০৪ | ০৫ | ০৬ | ০৭ |
১ | ফতুলস্না হাটবাজার | ফতুলস্না | ১,১৯,৪২,০০০/- | ২৪,৮০০/- | ১ম বার ০৯-০৩-১৪ পর্যমত্ম ২য় বার ১৯-০৩-১৪ পর্যমত্ম ৩য় বার ৩০-০৩-১৪ পর্যমত্ম ৪র্থ বাবর ০৬-০৪-১৪ পর্যমত্ম | ১ম বার ১০-০৩ -১৪পর্যমত্ম ২য় বার ২০-০৩-১৪ পর্যমত্ম ৩য় বার ৩১-০৩-১৪ পর্যমত্ম ৪র্থ বার ০৭-০৪-১৪ পর্যমত্ম |
২ | বক্তাবলী হাট বাজার | বক্তাবলী | ৫৪,০০০/- | ৫০০/- | ||
৩ | ডিক্রির চর হাট বাজার | আলীরটেক | ৫,০০০/- | ৫০০/- |
শর্তাবলী :-
০১। দরপত্র দাখিলের সময় দরপত্রদাতাকে উদ্ধৃত মূল্যের ৩০% জামানত হিসাবে ‘‘উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর’’ এর অনুকূলে যে কোন তফসিলী ব্যাংক হতে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে দরপত্রের সাথে জমা দিতে হবে। ইহার অন্যথায় দরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। উক্ত টাকা হতে ২৫% ইজারা মূল্যের সাথে সমন্বয় করা হবে এবং বাকী ৫% অর্থ জামানত হিসেবে সংরক্ষিত থাকবে।
০২। অনুমোদিত দরপত্র দাতাকে দরপত্র প্রাপ্তির ০৭(সাত) কার্যদিবসের মধ্যে দরপত্রে উলেস্নখিত দরের অবশিষ্ট ৭৫% অর্থ মোট দাখিলকৃত দরের উপর অতিরিক্ত ৫% হারে আয়কর এবং ১৫% হারে ভ্যাট বাবদ অর্থ অবশ্যই একই সঙ্গে পরিশোধ করতে হবে। অন্যথায় বাজারের জন্য জমাকৃত জামানত বাজেয়াপ্ত পূর্বক পুন:রায় ইজারা কার্যক্রম গ্রহণ করা হবে।
০৩। প্রাপ্ত দরপত্রের সর্বেোচ্চ দর গ্রহণ করা হবে এবং উক্ত অংক যদি সংশ্লিষ্ট হাটবাজারের সরকারি মূল্যের চেয়ে কম হয় তাহলে পুন:রায় দরপত্র আহবান করা হবে।
০৪। গৃহীত দরের সমুদয় অর্থ পরিশোধের পর কর্তৃপক্ষের সাথে ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকার মূল্য মানের নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে চুক্তিনামা সম্পাদনের পর অনুমোদিত ইজারা গ্রহীতার বরাবর হাট-বাজার এর দখল হস্তান্তর করা হবে।
০৫। কর্তৃপক্ষ যে কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
স্বাক্ষরিত
মোঃ গাউছুল আজম
উপজেলা নির্বাহী অফিসার
নারায়ণগঞ্জ সদর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS